খবর ২৪ ঘণ্টা ডেস্ক: রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোড এলাকা থেকে দুই গৃহকর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১টায় লাশ দু’টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, হালিমা (১৪) ও রুবি (১৭)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, উত্তরার একটি ৬তলা ভবনের ৬তলার গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাসায় দুই গৃহকর্মীর কাজ করতেন।
ওসি জানান, বাসার সিসি ক্যামেরায় দেখা যায় রাত সাড়ে ৩টার দিকে দুই গৃহকর্মী দরজা খুলে বাড়ির ছাদে চলে যায়। পরে পাশের একতলা ছাদ থেকে দু’জনকে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, যেহেতু সিসি ক্যামেরায় দেখা গেছে তারা ছাদে গেছেন। ছাদ থেকে তারা লাফ দিয়েছেন নাকি অন্যকিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতদের হাত ও পা ভাঙা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তপন।
খবর২৪ঘণ্টা, জেএন