1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
উগান্ডায় অর্ধশত ফুটবলারসহ নৌকাডুবি, নিহত ৯ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

উগান্ডায় অর্ধশত ফুটবলারসহ নৌকাডুবি, নিহত ৯

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: উগান্ডার পশ্চিমাঞ্চলে অর্ধশতকের বেশি ফুটবলার ও অনেক সমর্থকসহ এক নৌকা ডুবির ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে অনেক মানুষ নিখোঁজ বলে জানা গেছে।

রোববার পশ্চিম উগান্ডার হোয়মার জেলার লেক আলবার্টে এ প্রাণহানির ঘটনা ঘটে। বার্তা সংস্থা বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত বোঝাই ও বিরূপ আবহাওয়ার কারণে নৌযানটি উল্টে যায়। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় দুটি ফুটবল দল নৌকাযোগে পাশেই রানগা অঞ্চলে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছিল। ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কাঠের তৈরী নৌকাটি উল্টে যায় বলে জানা যায়।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আশেপাশের মাঝিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩২জনকে জীবিত উদ্ধার করে। নিখোঁজদের আত্মীয়স্বজন উৎকণ্ঠা নিয়ে তীরে অপেক্ষা করছেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও মিলিটারি মেরিন উইনিট দ্রুতই ঘটনাস্থলে পৌঁছেছে। এরই মধ্যে নয়জনের মৃতদেহ উদ্ধার করেছে তারা।

এর আগে ২০১৬ সালে লেক আলবার্টে নৌকা ডুবির ঘটনায় ৩০ জন ফুটবলার ও সমর্থক প্রাণ হারান।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST