1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরির অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

পাবনা প্রতিনিধি: 

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি নবজাতক চুরির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নবজাতকের সন্ধানে কাজ করছে পুলিশ।স্বজনরা জানান, ঈশ্বরদী উপজেলার বহরপুর গ্রামের রাশেদ প্রামানিকের স্ত্রী রোজিনা খাতুনের প্রসব ব্যাথা উঠলে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে প্রসুতির স্বাভাবিকভাবে কন্যা সন্তান জন্ম হয়। পরে রাতেই তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান। আজ সকালে প্রসুতি মা অসুস্থ্য হয়ে পড়লে আবারো তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নবজাতকের জন্য দুধ কিনতে স্বজনরা প্রসুতি মাকে শিশুসহ হাসপাতালে একা রেখে বাইরে যান। এ সময় বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কান্না থামানোর কথা বলে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায়। তারপর
থেকে নবজাতককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এফ এ আসমা খান নবজাতক শিশু চুরি যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার এক ঘন্টা পর ওর নানী আমাদের জানিয়েছেন। যেখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে দুর্বল নেটওয়ার্ক থাকায় সিসি ক্যামেরায় কারও ছবি দেখা যায়নি। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে নবজাতকের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ। তবে এখন পর্যন্ত নবজাতকের সন্ধান পাওয়া যায়নি।
খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team