পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের মারপিটে আহত ইজিবাইক চালক শফিকুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।আজ বৃহস্পতিবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ১ অক্টোবর তাকে মারপিট করা হয়। নিহত শফিকুল ইসলাম উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান পশ্চিমপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে। স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম একটি নতুন ব্যাটারী চালিত ইজিবাইক কেনেন। প্রতিবেশি জহুরুল ইসলাম ইজিবাইকটি চালাতে গিয়ে খাদে পড়ে দূর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। এ নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করেও ফল হয়নি। এ নিয়ে দ্বন্দের জেরে গত ১ অক্টোবর
জহুরুল ও তার সহযোগীরা শফিকুল ইসলামকে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত অবস্থায় জহুরুলকে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎকরা। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে মারা যান তিনি। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, শফিকুল মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর২৪ ঘণ্টা/এমকে