পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- ঈশ্বরদী উপজেলা সদরের ভেলূপাড়া মহল্লার জাহিদুল ইসলামের মেয়ে সাদিয়া (৮) ও একই এলাকার মুজিবর রহমানের মেয়ে তুলি (১১)।
সাদিয়া ভেলুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল আর তুলি আলহাজ্ব হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে দুইজন মামাতো ফুফাতো বোন।
ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ আলী জানান, রোববার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে ভেলুপাড়ার আব্দুর রহমানের পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুজির এক পর্যায় তাদের দেহ পুকুরে ভেসে ওঠে। স্থানীয় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা ফোনে এ ঘটনা জানিয়েছেন তবে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।