পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-লালনশাহ সেতু সংযোগ সড়কে ট্রাক চাপায় উপমা (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহত উপমার বাবা উজ্জল হোসেন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এই দূর্ঘটনা ঘটে। তাদের বাড়ি দিয়াড় বাঘইল গ্রামের কেন্দ্রীয় মসজিদ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপমা নতুনহাটের আজিজ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের নার্সারী শ্রেণীর ছাত্রী। স্কুলের ক্লাস শেষে তাঁর বাবা উজ্জল হোসেন বাইসাইকেলে করে উপমাকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তাদের বহনকারী বাইসাইকেলটি দাশুড়িয়া-লালনশাহ সেতু সংযোগ সড়কে দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা আহত মেয়ে ও বাবাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপমাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল হাসান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ