পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় বসন্ত সরকার (৩৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে (১৯ ফেব্রæয়ারি) পাকশী-পাবনা সড়কের বাঁশেরবাদা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বসন্ত সরকার পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশেরবাদা স্কুলের সামনের সড়কে দ্রæতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক বসন্ত সরকারের মৃত্যু হয়।
ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
খবর২৪ঘণ্টা, জেএন