পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আলাদা সড়ক দুর্ঘটনয় শিশুসহ দুইজন নিহত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বাঘইল চেয়ারম্যানপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে পাকশী এমএস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র ওবাইদুল্লাহ (১০) ও রিক্সাচালক উপজেলার গোকুলনগর গ্রামের আফজাল হোসেন (৬০)।
পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ বলেন, ওবাইদুল্লা তার বাবার নিজের ভ্যানে বাজারে যাচ্ছিল। পথিমধ্যে পাকশী ফুরফুরা শরীফের সামনের সড়কে কালভাটের কাছে ঈশ্বরদী ইপিজেডগামী একটি ট্রাক্টর তাঁদের ধাক্কা দিলে দু’জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ওবাইদুল্লাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবা আফাজ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা ট্রাকসহ চালক মিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এদিকে ঈশ্বরদী-লালপুর সড়কের গোকুলনগরে চক্ষু হাসপাতালের সামনে অপর সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক আফজাল হোসেন নিহত হয়েছেন। তার বাবা অটোরিক্সা চালিয়ে ঈশ্বরদী শহরে আসার পথে একটি মোটর সাইকেল তার রিক্সায় ধাক্কা দেয়। সে সময় অটোরিক্সার ব্যাটারী বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, দু’টি দুর্ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘন্টা/বিআ