খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আসন্ন ঈদ-উল-আজহা পর্যন্ত চলাচল সীমিত রেখে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলাচল সীমিত রেখে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানা।
ঈদে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুরহাট বসানোর পাশাপাশি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা হবে। আগে দোকানপাট খোলা ছিল বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, চাঁদ দেখার উপর নির্ভর করে আসন্ন ঈদ-উল-আজহা আগামী ৪ অথবা ৫ আগস্ট হতে পারে।খবর২৪ঘন্টা /এবি