নাটোর প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উদ ফিতর উপলক্ষে ঈদ জামাত, যাত্রী সাধারণের যাতাযাত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের কার্যলয়ে ঈদযাত্রীরা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন তার লক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা
প্রশাসক মোঃ শাহরিয়াজ। এসময় আলোচনা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু, নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ রাজিবুল আহসান, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সহ প্রমূখ।
খবর২৪ঘণ্টা, জেএন