নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যগুলো হলো, ঈদের ছুটিকালীন বিভিন্ন মার্কেট/ব্যবসা প্রতিষ্ঠানসমূহ সঠিকভাবে তালাবদ্ধ রাখা, কলাপসিবল গেইট দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজস্ব নিরাপত্তা প্রহরী/দারোয়ানের ব্যবস্থা। দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সে দিকে লক্ষ্য রাখা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাসের ছাদে ভ্রমণ করবেন না। যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ। মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি অবৈধ যানবাহন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিপদজনক যানবাহনে
চলাচল পরিহার করা। যাত্রা পথে রেল স্টেশন, বাস টার্মিনালে অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে কোমল পানীয়, শরবত বা অন্য কোন খাবার গ্রহণ না করা। কোন ব্যক্তিকে অজ্ঞান পার্টি/প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে জানানো। বড় অংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়া ও নোট জাল সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে জানানো। কোন ব্যক্তি/গোষ্ঠি যাতে অমূলক ঘটনার গুজব সৃষ্টির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশকে অবহিত করা। যে কোন
ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি পোড়ানো, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, উচ্চস্বরে মাইকিং করা থেকে বিরত থাকা। আবাসিক হোটেলগুলোতে বোর্ডারদের তথ্য সংগ্রহে রাখুন এবং সিসিটিভি ক্যামেরায় সংরক্ষণপূর্বক সঠিকভাবে ভিডিও ধারণ হচ্ছে কিনা তা নিশ্চিত করা। ঈদের জামায়াতে আগত মুসল্লীগণকে জায়নামাজ ব্যতীত অতিরিক্ত কোন কিছু সঙ্গে না আনা। ঈদগাহ ময়দানে প্রবেশের পূর্বে নির্ধারিত গেইট দিয়ে শৃঙ্খলা ও ধৈর্যের সহিত ভিতরে
প্রবেশ এবং নামাজ শেষে সারিবদ্ধভাবে বের হবার জন্য অনুরোধ করা । প্রয়োজনে রাজশাহী মহানগর পুলিশের সহায়তার জন্য আরএমপি পুলিশ কন্ট্রোল রুমের
ফোন নং-০৭২১-৭৬০১৭০, মোবাঃ ০১৭৬৯-৬৯০৫১৬ এবং ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
আর/এস