নিজস্ব প্রতিবেদক :
যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত, টিকিট কালোবাজারি ও অজ্ঞান পার্টির খপ্পড় থেকে মানুষকে বাঁচাতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজশাহী ও আশেপাশের এলাকা বলে জানিয়েছেন র্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার সাইদ আব্দুল্লাহ আল মুরাদ। ঈদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী রেল স্টেশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার সাইদ আব্দুল্লাহ আল মুরাদ। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরে যাতে মানুষজন নির্বিঘ্নে
চলাচল করতে পারে সেজন্য র্যাব-৫ পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি টহল পার্টি ও বিভিন্ন স্থানে ডিউটিরত হয়েছে। অজ্ঞান পার্টির খপ্পরে যাতে মানুষ না
পড়ে সেজন্য সচেতনতা বাড়ানো হচ্ছেনা। অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না খাওয়ার জন্য যাত্রীদের বিরত থাকতে বলছি। টিকিট কালোবাজারি হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এ পর্যন্ত এ ধরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া
হবে। সাধারণ যাত্রীদের সাথেও কথা বলা হয়েছে তারাও কোনো অভিযোগ জানায়নি। ট্রেনের তেল চুরির ব্যাপারে তিনি বলেন, তেল চুরির সাথে যারা জড়িত রয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে এখনি তা বলা যাচ্ছে না। এ সময় আরো উপস্থিত ছিলেন, র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
আর/এস