নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজশাহী মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিনোদন প্রেমীরা নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমায়। ঈদের এ দিনটিতে ছুটি পেয়ে বিনোদন প্রেমীরা পরিবারসহ ছুটে যান বিনোদন কেন্দ্রগুলোতে। বিশেষ করে দুপুরের পর থেকে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাতে শুরু করে দর্শনার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকে বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন ঈদগাহে ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়। এরপর দুপুরের খাওয়া শেষে একটুখানি বিনোদন পেতে পরিবার-পরিজনসহ বিনোদন কেন্দ্রে যান নগরবাসী।
মহানগরীর অন্যতম বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, পদ্মা গার্ডেন, টি-বাঁধ, রাজশাহী চিড়িয়াখানা, জিয়া শিশু পার্ক।
নগরবাসী এসব বিনোদন কেন্দ্রেই ছুটে যান। কেউ কেউ আবার সিনেমা হলে ছবি দেখতে যান। এদিন সিনেমা হলেও প্রচুর দর্শকের সমাগম হয়।
বেলা বাড়ার সাথে সাথেই দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে। বিভিন্ন সাজে নারী-পুরুষদের পদ্মাপাড়সহ বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায়। বাবা-মায়ের হাত ধরে শিশুদেরও ঘুরতে দেখা যায়।
রাজশাহীর পদ্মা পাড়ে ঘুরতে আসা সাইমা নামের এক তরুণী বলেন, ঈদের দিন অনেক ভাল লাগছে। বাবা-মায়ের সাথে ঘুরতে এসেছি। অনেক মজা লাগছে। ঈদের দিনের মতো সবার জীবনে আনন্দ থাকুক।
নুসরাত নামের আরেক কলেজ ছাত্রী বলেন, বছরের বিশেষ দিনগুলোতে ঘুরতে না বের হলে ভাল লাগে না। অন্য দিনগুলোতে ব্যস্ততার মাঝে সময় কেটে যায়। ঘুরতে এসে ভালই লাগছে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে র্যাব ও পুলিশের পক্ষ থেকে নগরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে