নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদের তিন দিন আগে এ ট্রেন চলাচল করবে।
এ ট্রেন ১৩, ১৪ ও ১৫ জুন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর ১.৩০ মিনিটে। একই ট্রেন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসবে রাত ৯.২৫ মিনিটে। একই নিয়মে ঈদের ৭দিন পরে পর্যন্ত এ ট্রেন রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে। ট্রেনটিতে ১৪টি বগির মধ্যে এসি দুটি নন এসি ১২ টি রয়েছে। ঈদের আগে অফ ডে বন্ধ থাকলেও ঈদের পরে অফ ডে চালু থাকবে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই বিশেষ এই ট্রেনটি চালু করা হবে। যাতে যাত্রীদের যাতায়াতে ভোগান্তির মধ্যে পড়তে না হয়। ঈদের সাত দিন পর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করবে।
উল্লেখ্য, এই ট্রেন চলাচলের ফলে রাজশাহী-ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের ব্যাপক সুবিধা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে