নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ যেকোন অস্ত্র বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরএমপি। শনিবার আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএমপি পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম আগামী ২১/০৮/২০১৮ ইং হতে ২৩/০৮/২০১৮ ইং তারিখ পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা/২০১৮ উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা স্বাভাবিক ও
স্থিতিশীল রাখার নিমিত্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৯২ এর ২৬(ঢ), ২৯(ক), ২৯(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি/ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন ও ঈদগাহ্ মাঠে জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোন দ্রব্যাদি বহন নিষিদ্ধ করেছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে