নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সাজে সেজেছে রাজশাহী মহানগরীর মার্কেটগুলো। পবিত্র মাহে রমজানের পর পরই ঈদ। আর ঈদকে কেন্দ্র করেই সাজানো হচ্ছে নগরীর মার্কেটগুলো। যে মার্কেটগুলোতে নগরবাসী তাদের প্রয়োজনীয় কেনাকাটা করে থাকেন। মাহে রমজানের রোজা শুরুর হওয়ার পর থেকেই শুরু মার্কেটগুলোকে নতুন সাজে সাজাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেনাকাটা করতে আসা ক্রেতাদের মুগ্ধ করার জন্য মুলত সাজানো হচ্ছে মার্কেটগুলোকে। নগরবাসীর প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য বেশ কয়েকটি বড় বড় মার্কেট রয়েছে নগরীতে। সেই মার্কেটগুলোই সাজানো হচ্ছে নতুন করে। রাজশাহী মহানগরীর বেশ কয়েকটি বড় বড় মার্কেট রয়েছে সেগুলো হলো, রাজশাহী নিউমার্কেট
এলাকায় অবস্থিত অত্যাধুনিক থিম ওমর প্লাজা, নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে অবস্থিত আরডি মার্কেট, সাহেব বাজার কাপড়ের মার্কেট, রাজশাহী নিউ মার্কেট, হড়গ্রাম বাজার নিউ মার্কেট এবং রাজশাহীর বিখ্যাত শিল্কের মার্কেটগুলোকে সাজানো হয়েছে। এ ছাড়া নামিদামী বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোও সাজানো হয়েছে নতুন সাজে। এই মার্কেটগুলোতে নগরবাসী প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে থাকেন। সরজমিনে নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, পবিত্র ঈদুল ফেতরকে সামনে রেখে নগরীর সাহেব বাজারে অবস্থিত আরডি মার্কেটকে সাজানো হয়েছে নতুন করে। আরডি মার্কেটে প্রবেশ করার মূল প্রবেশ পথে তোরণ নির্মাণ করা হয়েছে। তোরণের সাথে সেখানে আসন্ন ঈদুল ফিতরের নতুন নতুন আইটেমের ব্যানার ও ফেস্টুনের ছবি টানানো হয়েছে এবং সেই সাথে আলোক
সজ্জায় সজ্জিত করা হয়েছে। আলোক সজ্জায় সজ্জিত করার ফলে মার্কেটটিকে আলাদা একটা সৌন্দর্য্য এনে দিয়েছে। উল্লেখ্য, যে এই মার্কেটেই নগরবাসী সবচাইতে বেশি কেনাকাটা করে থাকেন। যার ফলে এখন থেকেই আরডি মার্কেটে ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আরডি মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা হলে তারা জানান, প্রতি বছরের ন্যায় এবারও সাজানো হয়েছে। বছরের গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে মার্কেটকে সাজানো হয় আলোক সজ্জায়। সাহেব বাজারে আরডি মার্কেট ছাড়াও রয়েছে বেশ কয়েকটি বিপতি বিতান এবং নগরীর সবচাইতে বড় বড় কাপড়ের দোকান। যে কাপড়ের দোকানগুলোকেও শোভা পাচ্ছে আলোকসজ্জা।নগরবাসীর কেনাকাটার জন্য অন্যতম আরেকটি মার্কেট হলো রাজশাহী নিউ
মার্কেট। এ মার্কেটটির মুল গেটটি সাজানো হয়েছে। নিউ মার্কেটের মুল গেটটিতে তোরণ নির্মাণ করা হয়েছে। তোরণে শোভা পাচ্ছে ঈদ উপলক্ষে বাজারে আসা বিভিন্ন পণ্যের ব্যানার ও ফেস্টুন এবং সেই সাথে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। যার ফলে মার্কেটটির সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে দ্বি-গুণ। নিউ মার্কেটেও নগরীর অধিকাংশ মানুষ তাদের প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে থাকেন। নিউ মার্কেট ও আরডি মার্কেট ছাড়াও নগরবাসীর আলাদা একটা চাহিদা রয়েছে রাজশাহীর বিখ্যাত শিল্কে। নগরীতে বেশ কয়েকটি শিল্কের শো-রুম রয়েছে। ঈদকে সামনে রেখে সেই শো-রুমগুলোকেও আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। প্রতি বছরই বিশেষ বিশেষ দিন উপলক্ষ্যে নগরীর বড় বড় মার্কেটগুলোকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
আর/এস