খবর২৪ঘণ্টা ডেস্ক: ইয়েমেনে দক্ষিণাঞ্চলে একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে ইরান সমর্থিত হুতি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ সামরিক সদস্য নিহত হয়েছেন।
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ওই প্রশিক্ষণ ক্যাম্পের আরও ৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। খবর রয়টার্স ও আলজাজিরার।
আল এখবারিয়া টিভির বরাত দিয়ে শনিবার সন্ধ্যায় সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের মেরিব শহরে ওই হামলার ঘটনাটি ঘটেছে।
ইয়েমেনে মূলত ইরান ও সৌদি আরবের মধ্যে একটি ছায়াযুদ্ধ চলছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মধ্যপ্রাচ্যের এই বিদ্রোহীগোষ্ঠী ইরান থেকে অস্ত্র ও সমর্থন পেয়ে আসছে বলে অভিযোগ এ জোটের।
খবর২৪ঘণ্টা, এমকে