1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইস্কন মন্দিরে চুপিচুপি বাগদান সারলেন এই টেলি কাপল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ইস্কন মন্দিরে চুপিচুপি বাগদান সারলেন এই টেলি কাপল

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: চুপিচুপি প্রেম করার চল তো সারাজীবনই ছিল৷ লুকিয়ে প্রেম করার মজাটাও আলাদা৷ লুকিয়ে প্রেম করার কথা যখন উঠলই তখন সবার ইন্টারেস্ট তো একটাই জায়গায়৷ তারকাদের জীবন৷ সেলেব্রিটিরাও ব্যাক্তিগত জীবন নিয়ে বেশ সচেতন৷

সহজে মুখ খুলতে চান না কেউই৷ তবে আজকাল যেন একটু বেশিই সচেতন, মুখ খুলতে চান না কেউই৷ প্রকাশ্যে প্রেম করলেও বিয়ে করছেন একেবারে প্রাইভেটে৷ এই চুপিসারে প্রেম, এনগেইজমেন্ট, বিয়ে সারার ট্রেন্ডটা কে বা কারা আনল বলুন তো? ভিরুষ্কা৷ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যেভাবে সকাল সকাল ইতালি বিয়ে করে সকলকে চমকে দিলেন সেই পন্থাই অবলম্বন করে এনগেইজড হলেন টেলিভিশন হটি কুনাল জয়সিং৷

ভারতি কুমার নামটা চেনা চেনা লাগছে তো? চ্যানেল ভি-র ফেমাস সিরিয়াল ”দ্য বাডি প্রজেক্ট” এর মুখ্য ভূমিকায় ছিলেন ভারতি কুমার৷ কুনালও ছিলেন মুখ্য ভূমিকায় তবে ভারতির বিপরীতে নয়৷ দুজনেই পেয়ার্ড ছিলেন অন্য দুই অভিনেতা অভিনেত্রীর সঙ্গে৷

সিরিয়ালের সেটেই আলাপ, সেখান থেকেই প্রেম৷ এতদিন যথেষ্ট আড়ালে রেখেছিলেন নিজেদের প্রেমেরে কাহিনী৷ এনগেজমেন্টের পরই সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান কুনাল জয়সিং৷ মুম্বইয়ের ইস্কন মন্দিরে শুভকাজটি সম্পন্ন হয় সীমিত অথিতিদের সাক্ষী করে৷

বিরাট-অনুষ্কার বিয়ের পরই বলিউড, টলিউড, টেলিভিশন সর্বত্রই সাতপাকে বাঁধা পড়ছেন বা এনগেইজড হচ্ছেন গুচ্ছ সেলেব্রিটি৷ তাও আবার বিরুষ্কার স্টাইলে৷ লুকিয়ে বিয়ে বাগদান সেরে মিডিয়ার টের পাওয়ার আগেই নিজেরাই পোস্ট করে তাক লাগাচ্ছেন ভক্তদের৷

ক’দিন আগে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলিও তাই করলেন৷ হঠাৎ করে রেজিস্ট্রি করে দুজনেই একই সময়, একই ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায়৷ ঠিক যেমন বিরাট-অনুষ্কা করলেন৷ তাহলে তো বলতেই হয়, ক্রেডিট গোজ টু আওয়ার বিলাভেড ভিরুষ্কা৷ ট্রেন্ডসেটার বলে কথা৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST