নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, উন্নতির পথে এগিয়ে যাবার ধর্ম। এই ধর্মকে কেউ হেয় করবে, কলুষিত করবে, এটা কখনই সরকার সহ্য করা হবে না। কাজেই এক্ষেত্রে যারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দেবে সরকার তাদের নির্মূল করবে। শনিবার নাটোরের সিংড়ায় আরাফাত কল্যাণ পরিষদ আয়োজিত হজ্ব গমন ইচ্ছুক হাজীদের বিদায় সমাবেশে তিনি এসব কথা বলেন। পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল
হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় হাজী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রতিমন্ত্রী হাজীদের জায়নামাজ, টুপি, তসবিহ ও বই উপহার দেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ