গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর জানান, গত ২০ দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৭০ শতাংশই নারী-শিশু ও বয়স্ক।
তিনি বলেন, হামলায় অন্তত ৩ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একের পর এক মৃত্যু গাজাবাসীকে আচ্ছন্ন করে ফেলেছে। একটি মৃত্যুর শোক প্রকাশের ফুরসত নেই, আরও এক বা একাধিক মৃত্যু এসে হাজির হচ্ছে। তারপরও আপনাদের (পশ্চিমা বিশ্ব) অনেকেই এই যুদ্ধকে ন্যায্য বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন। এগুলো স্পষ্ট অপরা ও বর্বরতা। যারা মারা গেছেন, তাদের জন্য না হোক। যারা এখনও বেঁচে আছেন, তাদের জন্য হলেও যুদ্ধ বন্ধ করুন।
ফিলিস্তিনি দূত জানান, ইসরায়েলি হামলায় গাজায় যে পরিমাণ স্থাপনা বিধ্বস্ত হয়েছে, তার নিচে এখনও অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি চাপা পড়ে আছেন। এতদিনে তারা হয়তো মারা গেছেন কিংবা বেঁচে থাকলেও খুবই গুরুতর আহত অবস্থা। কিন্তু তাদের উদ্ধার করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক নাগরিকরা।
বিএ/