ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ৯ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত আরও ১৬।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তাদের গুলিতে এক নারীসহ ৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত ১৬ জনের মধ্যে তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।

ইসরায়েলের দাবি, পশ্চিম তীরের জেনিনে প্রতিরোধ যোদ্ধারা সংগঠিত হচ্ছে। তাই সেখানে অভিযান চালাচ্ছে তারা।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত পাঁচ শিশুসহ ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল সেনারা। গত বছর এ সংখ্যা ছিল ১৭০ জনেরও বেশি।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।