খবর২৪ঘণ্টা, ডেস্ক: ইরান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি ছবি মুক্তি পাচ্ছে আগামী বছর৷ ছবিতে থাকে ইসলাম সম্পর্কে বার্তা৷ এমনই জানালেন বাংলাদেশি জনপ্রিয় নায়ক অনন্ত জলিল৷
রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছেন, ইসলামি ভাবধারা সম্পর্কে অনেক ছবি আগে করেছে ইরান। এই দেশের ছবি অস্কারে গিয়েছে, কান চলচ্চিত্র উৎসবে গিয়েছে। এমনকি বাংলাদেশেও ডাবিং করে অনেক ইরানি নাটক-সিনেমা দেখানো হয়৷ যৌথভাবে ছবি বানানোর জন্য ইরান সেরা দেশ বলেও জানান তিনি।
ছবিতে অনন্ত জলিলের স্ত্রী তথা নায়িকা বর্ষা থাকবেন৷ ইরানি অভিনেত্রীরা যেভাবে হিজাব বা ইসলামি পোশাক পরে অভিনয় করেন এই ছবির সব অভিনেত্রী তা বজায় রাখবেন। যদিও ছবির কাহিনী সম্পর্কে কিছুই জানাতে চাননি তিনি৷ ছবির নাম এখনো ঠিক হয়নি৷
ইরানে অনন্ত জলিলের এটাই প্রথম সফর। সাক্ষাতকারে তিনি বলেছেন, তেহরান আসার আগে ধারণাই ছিল না যে ইরানের রাজধানী কত সবুজ হতে পারে৷ তেহরান এতো পরিষ্কার পরিচ্ছন্ন এটা এখানে আসার আগে ভাবতেই পারেননি। ঐতিহাসিক নগরী ইস্পাহান সম্পর্কেও উচ্ছ্বসিত অনন্ত জলিল৷
খবর২৪ঘণ্টা,কম/জন