ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাসে বিষাক্ত মদ পানে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। আহতদের সবার মধ্যেই মদপানের বিষক্রিয়ার লক্ষণ ছিল। ১৯ জনকে অবস্থা গুরুতর।
উল্লেখ্য, ইরানে মদ উৎপাদন, বিক্রি ওসেবন কঠোরভাবে নিষিদ্ধ। এরপরও মদ পান করে কেউ ধরা পড়লে তাকে বেত্রাঘাতের শাস্তির সম্মুখীন হতে হয়। সূত্র- আলজাজিরা
বিএ/