আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে অন্তত ২১০ জন মারা গেছেন। ইরানের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছেন, নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরানে এবং কোম শহরের। এই অঞ্চলেই দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল বলে জানায়। সে সংখ্যার তুলনায় এখনকার মৃতের সংখ্যা ছয়গুণ বেশি।
তবে করোনায় ২১০ জন মারা গেছে বলে যে খবর চাউর হয়েছে, এনিয়ে দেশটির সরকার কোন মন্তব্য করেনি।
চীনের বাইরে করোনায় ইরানেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে গত সপ্তাহে কোমের একজন এমপি অভিযোগ করে বলেন, সরকার করোনাভাইরাসের সংক্রমণের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে।
তিনি দাবি করেছিলেন , কেবল কোম নগরীতেই ৫০ জনের মৃত্যু হয়েছে। সেসময় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সাংসদের দাবি মিথ্যা বলে অভিযোগ করেন।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, তারা ইরানকে করোনা ভাইরাসের মোকাবিলার সাহায্য করতে প্রস্তুত।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের ১৪ টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।
সেইসঙ্গে ইরানের সমস্ত হলগুলিতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, বিবিসি, আলজাজিরা।
খবর২৪ঘন্টা/নই