খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: হংকংয়ে চার জাতি নারী ফুটবল টুর্নামেন্টে আবারো ঝড় তুললো বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তহুরা খাতুন ও শামসুন্নাহারের হ্যাটট্রিক এবং অ্যানি মগিনির জোড়া গোলে ইরানের জালে ৮ গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ইরানের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই তহুরার গোল পায় বাংলাদেশ। প্রথম তিন গোল এসেছে তার পা থেকেই। দ্বিতীয় গোলটি ১৩ মিনিটে ও ২৯ মিনিটে করেন নিজের হ্যাটট্রিক।
এরপর ৩২ মিনিটে গোল করেন অ্যানি মগিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের জালের দেখা পান শামসুন্নাহার। এতে ৫-০ গোলে এগিয়ে থেকে অর্ধবিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শামসুন্নাহার। প্রথমার্ধের পর ম্যাচের ৬৩ ও ৬৭ মিনিটে তিনি করেন আরো দুটি গোল।
ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মগিনি। ফলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে বাকি ১৩ মিনিটে আর কোন গোল করতে পারেননি তারা।
ম্যাচের একেবারে শেষ দিকে স্বান্তনার একটি গোল পরিশোধ করে ইরান। তাতে ৮-১ গোলের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
দারুণ ফর্মে থাকা লাল সবুজের প্রতিনিধিরা নিজেদের শেষ ম্যাচে রোববার মুখোমুখি হবে স্বাগতিক হংকংয়ের।
খবর২৪ঘণ্টা.কম/রখ