খবর২৪ঘণ্টা ডেস্ক: ইরাকের চলমান বিক্ষোভে দক্ষিণাঞ্চলের জি কার প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রদেশেটির নাসিরিয়া শহরে বিক্ষোভকারীদের সমাবেশে নিরাপত্তাবাহিনী গুলি চালালে এ ঘটনা ঘটে।
এদিকে শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি এক বিবৃতিতে তার পদত্যাগের কথা জানালেও বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণাকে নাচ-গান ও উল্লাসের মাধ্যমে বিক্ষোভকারীরা স্বাগত জানালেও তারা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগকে বিক্ষোভের প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করে তারা জানান, দেশের রাজনৈতিক অবস্থার সম্পূর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।
এর আগে ১ অক্টোবর থেকে উন্নত জীবনব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ এবং দুর্নীতির বন্ধের দাবিতে ইরাক জুড়ে বিক্ষোভ শুরু হয়। ইরাকের হাইকমিশন ফর হিউম্যান রাইটসের তথ্যানুসারে, বিক্ষোভে এ পর্যন্ত দেশটিতে ৪০৫ জন নিহত এবং ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।
এমকে