খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ইরাকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধে প্রাণ হারাল পাঁচ বিক্ষোভকারী৷ আহত হয়েছেন আরো ৯০ জন৷ ঘটনাটি ঘটে উত্তর ইরাকের কুর্দিশ অঞ্চলে৷
স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেতন না পাওয়ায় সোমবার থেকে বিক্ষোভে বসেন সরকারি কর্মচারিরা৷ একই সঙ্গে সরকারের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন বিক্ষোভকারীরা৷ ক্রমে সেই বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে৷ মঙ্গলবার একাধিক জায়গায় তারা আগুন লাগিয়ে দেন৷
বিক্ষোভকারীদের দমনে ওইদিনই নামানো হয় বিশাল নিরাপত্তা বাহিনী৷ দু’পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ৷ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করে তারা৷ জনস্বাস্থ্য কর্মকর্তা তাহা মহম্মদ বলেন, দু’পক্ষের সংঘর্ষে ৩৬ জন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন৷ অপরদিকে নিরাপত্তার বাহিনীর গুলিতে মারা যায় পাঁচ বিক্ষোভকারী৷
খবর২৪ঘণ্টা.কম/রখ