1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইরাকি ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আহত ৪ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

ইরাকি ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আহত ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত সামরিক ঘাঁটি তাজিতে সেমাবার একটি মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়ে। এ ঘটনায় বিমানের দুই পাইলটসহ চার আরোহী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

মার্কিন নেতৃত্বাধীন জয়েন্ট টাস্ক ফোর্স ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‘এয়ার ফোর্স টাইম’ নামের এক সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার রাত ১০টা ১০ মিনিটের দিকে সি-১৩০ এইচ হারকিউলিকস বিমানটি রানওয়েতে অবতরণের সময় ছিটকে গিয়ে তাজি সামরিক ঘাঁটির দেয়ালের ওপর বিধ্বস্ত হয়। সাথে সাথে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় বিমানের দুই পাইলটসহ মোট চারজন আহত হয়েছেন।

এ ঘটনার মাত্র চার মিনিটের মধ্যে দমকল ও উদ্ধারকারী দল ছুটে আসে। তারা আহতদেরেউদ্ধার করে তাজির মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে। তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। এ ঘটনায় বিমানটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। তবে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মাইলস ক্যাগিনস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, আপাতত এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি কর্মকর্তা এয়ার ফোর্স টাইম পত্রিকাকে জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে সাত জন ক্রু সদস্য এবং ২৬ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে দুজন পাইলট রয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে ইরাকি বাহিনী জানাচ্ছে, এছাড়া সোমবার বাগদাদ বিমানবন্দর চত্বরে একটি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের দক্ষিণ থেকে ওই রকেটটি ছোঁড়া হয়েছিল। ইরাকি নিরাপত্তা বাহিনী রকেট হামলার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। খবর২৪ঘন্টা/এবি

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team