1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইমোতে সম্পর্কের জেরে নারীর কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে প্রতারক আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

ইমোতে সম্পর্কের জেরে নারীর কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে প্রতারক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ভার্চুয়াল মাধ্যম ইমোতে ম্যাসেজিং এর জের ধরে প্রেমের সম্পর্ক গড়ে ও বিয়ে করে স্ত্রীর কাছ থেকে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারণার অভিযোগে সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) কে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মাদারিপুর জেলার কালকিনি থানার বজরুসার গ্রামের আজিজুল খানের ছেলে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার মুগদা এলাকায় বসবাস করেন। আরএমপির পবা থানা পুলিশ তাকে সেখান থেকেই আটক করেছে। এ ঘটনায় পবা থানা এলাকার প্রতারিত সাওদা সিদ্দিকা (৩০) নামের এক নারী বাদী হয়ে থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সাইফুল।

এ তথ্য নিশ্চিত করে আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গোলাম মোস্তফা জানান, রাজশাহীর পবা এলাকার বাসিন্দা সাওদার সাথে ইমোতে ম্যাসেজিং মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত জুন মাসে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে করেন। প্রেমের সম্পর্ক চলাকালীন ও বিয়ের পর আসামী সাইফুল খান শামীম ব্যবসায়িক সমস্যার কথা বলে ওই নারীর কাছ থেকে এসএ পরিবহনের মাধ্যমে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার পর ওই নারী পবা থানা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার পর পবা থানার একটি দল রাজধানী ঢাকার মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে সাইফুল খান শামীম ওরফে জুম্মন খানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনাটি স্বীকার করে। আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST