1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের বইয়ের মোড়ক উন্মোচন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০১:৫ পূর্বাহ্ন

ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের বইয়ের মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মারচ, ২০২১

 বাংলাদেশের একমাত্র ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত প্রকাশনা উৎসবে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

চিহ্ন প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ শীর্ষক এই গ্রন্থে প্রফেসর অরুণ কুমার বসাকের শিক্ষা, সমাজ, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা ৩৪টি প্রবন্ধ স্থান পেয়েছে।

রাবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক, প্রধান অতিথি রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও রাকসুর সাবেক সহ-সভাপতি ফজলে হোসেন বাদশা, রাবির সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর এম সাইদুর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশান্ত কুমার দাস, পদার্থবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল ওয়াদুদ দারা, পেনিনসুলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন রাবি গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সুব্রত মজুমদার ।

প্রফেসর অরুণ কুমার বসাক প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। বর্তমানে তিনি এই বিভাগের ইমেরিটাস প্রফেসর। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং বার্মিংহাম, ওহাইও স্টেট, কেন্ট স্টেট ও সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় ও আইসিটিপিতে গবেষণা করেছেন। প্রফেসর বসাক পদার্থবিজ্ঞানে বিএসসি অনার্স ও এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST