বিনোদন ডেস্ক : দীপ্ত টিভির নতুন ধারাবাহিক নাটক রুপনগর” এর টাইটেল গানে কন্ঠ দিয়েছেন আতিয়া আনিসা। গানটির কথা লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সুর সংগীত করেছেন ইমন সাহা। কায়সার আহমেদের পরিচালনায় লিটু সাখাওয়াতের রচনায় নতুন এই ধারাবাহিক নাটকের গান গেয়ে অনুভূতি প্রকাশ করে আতিয়া আনিসা বলেন- বেশ ভালো গল্পের চমৎকার কথা সুরের গান- রুপনগর। গানটি গাওয়ার সময় বেশ এনজয় করেছি। আশা করছি রুপনগর নাটকের এই টাইটেল গানটা সবার অনেক অনেক পছন্দ হবে। গানটি জনপ্রিয়তা পাবে।
গীতিকার আশিক বন্ধু বলেন- এর আগেও ইমন সাহা দাদার সুরে আমার লেখা বকুলপুর ধারাবাহিক নাটকের টাইটেল গান জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় রুপনগর ধারাবাহিক নাটকের টাইটেল গানটিও খুব সুন্দর সুর সংগীত করেছেন ইমন সাহা দাদা।
আমার কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন আতিয়া আনিসা। পুরো টিমওয়ার্কে জনপ্রিয় হওয়ার মতো একটি গান তৈরি হয়েছে এবারও। সুন্দর আয়োজনে মনের মতো কাজটি করে শান্তি লাগছে। উল্লেখ্য, প্রতিদিনের ধারাবাহিক নাটক হিসেবে রুপনগর” এর প্রচার শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর সন্ধা ৭ টা এবং রাত ৯ টা ৩০ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভির পর্দায়।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।