1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের অনুমোদন ইসির - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের অনুমোদন ইসির

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এটি আইনে পরিণত হলে সবার জন্য প্রদর্শনীর ব্যবস্থা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইভিএম ব্যবহার করতে না চাইলেও এটি ব্যবহার প্রসঙ্গে নুরুল হুদা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে যে হবেই পরিস্থিতিটা সেরকম না। আমরা স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি। সে কারণে আমরা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা যায় কিনা সেটার প্রেক্ষাপট তৈরি করার জন্য আইনের পরিবর্তন এনেছি।’

সিইসি বলেন, নির্বাচন কমিশন যদি মনে করে ইভিএম ব্যবহার করা দরকার। তখন যদি আইন হাতে না থাকে তাহলে হঠাৎ করে এটি ব্যবহার করা যাবে না। সে কারণে আইনের একটি প্রস্তুতি নিতেই এটা দরকার।’

ইভিএম নিয়ে দ্বিমতের বিষয়ে নুরুল হুদা বলেন, আমাদের মধ্যে একজন নির্বাচন কমিশনার দ্বিমত পোষণ করেছেন। আমরা অন্য যে চারজন কমিশনার আছি তারা এ বিষয়ে সম্মত হয়েছি।

তিনি বলেন, ২০১০ সাল থেকে ইভিএম পদ্ধতি চালু ছিল। মাঝখানে বন্ধ ছিল। এর পর আবার যখন আমরা এটাকে চালু করতে যাই পরীক্ষামূলকভাবে সীমিত আকারে চালু করি। এতে আমরা ভালো ফলাফল পেয়েছি।’

সিইসি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে- এমন সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের প্রস্তুতি থাকবে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST