খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার শতকরা ১১.৪০ শতাংশ।
শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ ফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, লোক প্রশান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু প্রমুখ।
ইউনিট সমস্বয়কারী সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে আবেদন করে ১৭ হাজার ৪ শত ৭২জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ গ্রহন করে ১১ হাজার ৪শত ২৭ জন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৩০৫ জন শিক্ষর্থী। ফলাফলে পাশের হার ১১.৪০ শতাংশ।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ