জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহী’তে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ১ম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত “ক” গ্রুপ এবং ৫ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত “খ” গ্রুপে পুলিশ পরিবারের সন্তানগণ চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুধবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় দুই গ্রুপ থেকে মোট ৬ জন বিজয়ী হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী মহোদয়।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।