ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ৭, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়ার দুর্গম অঞ্চল নাতুনাতে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশত।

সোমবার (৬ মার্চ) দেশটির দক্ষিণ চীন সাগর তীরবর্তী নাতুনা অঞ্চলে এ বিপর্যয় দেখা দিয়েছে। দুর্যোগকবলিত এলাকাটিতে তীব্র বৃষ্টি অব্যাহত থাকায় ব্যহত হচ্ছে উদ্ধারকাজ।

ভূমিধসের কারণে দুর্যোগকবলিত এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্গত লোকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যহত হচ্ছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিধস ও বৃষ্টির কারণে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান খুব জটিল হয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৫০ জন নিখোঁজ রয়েছে।

ইন্দোনেশিয়ায় বর্ষাকালে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। কিছু জায়গায় বন উজাড়ের ফলে সাম্প্রতিক বছরগুলোতে এর সংখ্যা আরও বেড়েছে। এ ছাড়া দীর্ঘস্থায়ী বৃষ্টি সেখানে বন্যার অন্যতম কারণ।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।