1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইন্টারন্যাশনাল বিকিনি ডে: দেখে নিন এই টলি-নায়িকাদের - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল বিকিনি ডে: দেখে নিন এই টলি-নায়িকাদের

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৫ জুলা, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: আজ ইন্টারন্যাশনাল বিকিনি ডে৷ পারসি ফ্যাশন ডিজাইনার ল্যুইস রিয়ার্ড ১৯৪৬ সালে বিকিনি আবিষ্কার করেন৷ তিনিই প্রথম বিকিনি ডিজাইন করেন৷ বিকিনি তৈরি করার পেছেন কারণ ছিল সমুদ্র৷ বিচওয়ের নিয়ে প্রথম এক্সপেরিমেন্ট তিনিই শুরু করেন৷ তবে আপনি জানলে অবাক হবেন ল্যুইস নামক এই ব্যক্তি আদপে ছিলেন একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং ক্লোথিং ডিজাইনার৷ টুপিসের আবিষ্কার করতেই একটি দোকান খুলে ফেলেন তিনি৷ যা ৪০ বছর ধরে নিজে চালিয়েছেন বিভিন্ন রকমের বিকিনির ডিজাইন করে৷

সবথেকে ছোট বেথিং স্যুট তৈরি করে নাম দেন বিকিনি৷ অনেকেই হয়তো ভাবেন আগেকার দিনে এসবের চল ছিল না৷ তবে বিকিনি জনপ্রিয় ছিল সেই চারের দশক থেকে৷ ল্যুইসের ডিজাইন করা বিকিনি পরতে অনেক মডেলরাই নাকোট করে দেন৷ তবে একজন প্রফেশনাল ন্যুড ডান্সার নিশেলিন বারনার্ডিনি রাজি হন তাঁর বিকিনি পরতে৷ ১৯৪৬ সালের ৫ জুলাই ল্যুইস মিডিয়া এবং পাব্লিকের সামনে তাঁর ডিজাইন করা সবথেকে ছোট বেথিং স্যুট প্রকাশ্যে আনেন৷

সেই থেকেই ফেমাস হয় এই পোশাক৷ যা এখন হলিউড থেকে টলিউড ছেয়ে গিয়েছে৷ এখনকার দিনের অভিনেত্রীরা ছাড়াও আগেও বহু অভিনেত্রীরা বিকিনিতে পোজ দিয়ে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন৷ আজ আন্তর্জাতিক বিকিনি দিবসে টলিপাড়ার অভিনেত্রীদের বিকিনি অবতার দেখে নেওয়া যাক৷

ঋতাভরী চক্রবর্তী : টলিউডে সেরা বিকিনি ফিগার কার? এই প্রশ্নে প্রথমেই নাম উঠে আসে ঋতাভরী চক্রবর্তীর৷ তাঁর টোনড ফিগার নিয়ে কম চর্চা হয়না সিনেমহলে৷ অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটু উঁকি ঝুঁকি মারলেই দেখে মেলে তাঁর বিকিনি অবতারে৷ কখনও সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে, কালো বিকিনিতে নিজের গ্ল্যামার ছড়ান৷ তো কথনও হট ফোটোশ্যুট মাতিয়ে দেন হলুদ বিকিনিতে৷

সোহিনী সরকার : ঋতাভরী এবং সোহিনি সরকার এক সময় একটি ধারাবাহিক ‘ওগো বধু সুন্দরী’তে একসঙ্গে কাজ করেছিলেন৷ ‘ওগো বধু সুন্দরী’ সিরিয়ালে একেবারে ঘরোয়া সাজগোজে দেখা গিয়েছিল তাঁদের৷ তখন কেউ হয়তো ভাবেনওনি যে এই দুই অভিনেত্রী বিকিনি পরেও ক্যামেরার লেন্স কাঁপাতে পারেন৷ সোহিনি কোনও ছবিতে বিকিনি না পরলেও ফোটোশ্যুটে পরেছেন৷ গোল্ডেন এবং বেগুনি রঙের দুটি বিকিনিতে শ্যুট করেছিলেন৷

ঋতুপর্ণা সেনগুপ্ত : ঋতুপর্ণার বোল্ডনেসের ব্যাপারে যত বলা হয় ততই কম৷ ছবিতেও বিকিনি পরে হোক কিংবা ফোটোশ্যুটে৷ সবটাতেই সাবলীল অভিনেত্রী৷

স্বস্তিকা মুখোপাধ্যায় : স্বস্তিকার বিকিনি অবতারে ঘায়েল হননি এমন পুরুষ প্রায় নেই বললেই চলে৷ লাবণ্যের মধ্যেও গ্ল্যামার চুঁইয়ে পড়ে স্বস্তিকার রূপে৷ খোলামেলা পোশাকে বরাবরই স্বাচ্ছন্দবোধ করেন তিনি৷ সমালোচনায় একটুও ভয় নেই অভিনেত্রীর৷ তাই তো বিকিনির পারফেক্ট ফিগার না থাকলেও প্রত্যেকটি বিকিনি অ্যাটায়ারেই স্মার্টলি ক্যারি করেন অভিনেত্রী৷

এনা সাহা : টলিপাড়ার নতুন ক্রাশ বলতে এখন এনা সাহা৷ বয়স নেহাতই কম কিন্তু মিজের মিষ্টি হাসিতে বাজিমাত করার ক্ষমতা রাখেন তিনি৷ তবে এতদিন যারা তাঁকে মিষ্টি মেয়ে বলেই চিনে এসেছে, তারা এনার বিকিনি পরা হট ছবি দেখে বেশ অবাক হয়েছেন৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST