খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে ২-২ গোলে ড্র হয়েছে। বার্সেলোনার ১০ জনের সঙ্গেও জয়ের মুখ দেখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
রোববার রাতে ন্যু ক্যাম্পে গোল পেয়েছেন দুই দলের বড় বড় তারকারা। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইজ সুয়ারেজ ও গ্যারেথ বেল প্রত্যেকেই একটি করেন।
প্রথমার্ধের ১০ মিনিটে এগিয়ে যায় লিগ টেবিলের পয়েন্টে ধরা ছোঁয়ার বাইরে থাকা বার্সা। সার্জিও রবার্তোর পাসে বল পেয়েই অতিথিদের জালে ডান পায়ে শট নেন সুয়ারেজ। তবে ৭ মিনিট পর দলকে সমতায় ফেরান রোনালদো।
ফ্রেঞ্চ তারকা করিম বেনজামার দেয়া পাসে চিরপ্রতিদ্বন্দ্বীদের বারে বল জড়ানোর সময় পায়ে চোট পান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সঙ্গে সঙ্গে মাঠে বসেই প্রাথমিক চিকিৎসা নেন। গোড়ালির চোটের কারণে কয়েকবার খুড়িয়ে হাটতে দেখা যায় পর্তুগিজ তারকাকে।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড পান কাতালানদের হয়ে খেলা স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও রবার্তো। এতে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের দুই দলের খেলোয়াড়রা মাঠে নামলেও সাইড বেঞ্চে বসে থাকতে দেখা যায়। তার বদলে মাঠে নামেন মার্কো অ্যাসেনসিও।
ম্যাচের ৫২ মিনিটে দারুণ এক গোল করেন বার্সা তারকা মেসি। তবে ৭২ মিনিটে গ্যারেথ বেল ফের দলকে সমতায় ফেরান। এরপর আর কোনও দলই গোলের মুখ দেখেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
আগেই কোপা দেল রে ও লা লিগায় ব্যর্থ হয়েছে লস ব্লাঙ্কসরা। সম্বল বলতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইউরোপ সেরার লড়াইয়ে চলতি মাসের ২৭ তারিখ লিভারপুলের বিপক্ষে নামবে জিনেদিন জিদানের শিষ্যরা।
ইউরোপ সেরার লড়াইয়ে দুরন্ত ইংলিশ ক্লাবটির বিপক্ষে দলের প্রাণভোমরাকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চান না কোচ।
ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে পর্তুগিজ তারকার চোট নিয়ে কথা বলেন জিদান।
রিয়াল বস বলেন, রোনালদো বলেছেন সমস্যা তেমন বড় নয়, কাল (সোমবার) এ বিষয় স্পষ্ট হবে ক্ষতি কতটুকু হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ