1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইনজামাম-ভিভ রিচার্ডরে ছক্কা ছক্কা খেলা, কে জিতলেন? - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ইনজামাম-ভিভ রিচার্ডরে ছক্কা ছক্কা খেলা, কে জিতলেন?

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক: দু’জন একই দেশের নন। একই সময়েও খেলেননি। ইনজামাম-উল হক যে সময়টাতে ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন ব্যাট-প্যাড তুলে রাখেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। তাহলে কিভাবে বোঝা যাবে, কে কত বড় ছক্কা মারতে পারেন?

সেই সুযোগটা অবশ্য এসে গিয়েছিল একবার। পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হক সেই ঘটনারই স্মৃতিচারণ করলেন এবার। জানালেন, ভিভ রিচার্ডসের সঙ্গে একবার ছক্কা ছক্কা খেলেছিলেন তিনি।

সেই ঘটনা মনে করে ইনজামাম এখনও জানিয়ে দিলেন, শুধুমাত্র ভিভ রিচার্ডসের আমলেই নয়, বর্তমান সময়েও তার মত এতটা আগ্রাসন আর কোনো ক্রিকেটারের মধ্যে দেখা যায় না।

সাবেক ক্যারিবিয়ান গ্রেটের সঙ্গে একবার এক প্রদর্শনী ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন ইনজি। সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন ইউটিউব চ্যানেলে। ইনজামাম বলেন, ‘একবার এক চ্যারিটি ম্যাচে ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে আমি ব্যাট করছিলাম। আমার কাছে এসে ভিভ বললেন, কে বড় ছক্কা মারতে পারে দেখা যাক। আমি হেসে বলি, ঠিক আছে।’

সেই সময়ে ইনজির মনে হয়েছিল, সাবেক ক্যারিবিয়ান তারকা অবসর নিয়েছেন অনেকদিন হল। বয়সে ইনজি তখন তরুণ। তাই লম্বা ছক্কা মারতে পারবেন হয়তো তিনিই।

প্রথম ওভারেই ছক্কা মেরে বসেন ভিভ। ইনজি বলেন, ‘রিচার্ডসের ছক্কা মাঠের বাইরের পার্কিং অঞ্চলে গিয়ে পড়ে। তারপরে আমি ছক্কা মারলাম। সেই ছক্কা রিচার্ডসের চেয়েও দূরে গিয়ে পড়ল। আমি খুব খুশি হয়ে রিচার্ডসকে গিয়ে বললাম, তোমার চেয়ে লম্বা ছক্কা মারলাম।’
ইনজির সেই কথা শুনে রিচার্ডস বললেন, ‘খেলা এখনও শেষ হয়নি। আমরা এখনও কিন্তু খেলছি।’ ইনজি বলেন, ‘তৃতীয় ওভারে ভিভ রিচার্ডস এমন একটা ছক্কা মারলেন যা ড্রেসিং রুমের পিছনে থাকা একটা বাড়িতে গিয়ে পড়ল। শুধু যে একটা ছক্কা মেরেছিল রিচার্ডস তা নয়, তিনটা ছক্কা মেরেছিলেন। তার সবক’টা সেই বাড়িতে গিয়ে পড়েছিল।’

অবসর নেওয়ার পরও যিনি এমন বিশাল ছক্কা হাঁকাতে পারেন, খেলার সময়ে তিনি কেমন আগ্রাসী ছিলেন, তা সহজেই অনুমেয়। ইনজামাম বলছেন, ‘কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মেন্টর ভিভ। তার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে ক্রিকেটারদের।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST