আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে পৃথক দুটি ঘটনায় ১৪জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭০ জন।
সোমবার দেশটির বোলোনিয়া বিমানবন্দরের কাছে দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণ হলে ২জন ও পুগলিয়ায় এক দুর্ঘটনায় ১২ জন নিহত হন।
পুলিশ বলছে, বিস্ফোরণের পর আশপাশের এলাকা কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর বিমানবন্দরে যাওয়ার সড়কটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমের রবাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দাহ্যবস্তু বহনকারী একটি লরি ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সেখানেকার ব্রিজের কিছু অংশ ধসে পড়ে। আগুন ব্রিজের নিচের একটি কারপার্কে ছড়িয়ে পড়লে সেখানকার কয়েকটি গাড়িতে আগুন ধরে বিস্ফোরণ হয়। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
একইদিনে দক্ষিণ ইতালীর পুগলিয়া অঞ্চলে আরেকটি দুর্ঘটনায় ১২ অভিবাসী শ্রমিক নিহত হন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন