খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ইতালিতে একটি ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। মিলান শহরের কাছে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হলে ওই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
ইতালির খবরে জানানো হয়েছে, ঘটনাস্থলে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। ত্রেভিগলিও এবং পিওলতেলো স্টেশনের মাঝামাঝি স্থানে ওই দুর্ঘটনা ঘটেছে।
ওই ট্রেনটি ইতালির উত্তরাঞ্চলীয় ক্রেমোনা থেকে মিলানের দিকে যাচ্ছিল। তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ