খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মজয় ত্রিপুরা (২৮) নামে ইউপিডিএফের প্রসীত বিকাশ খীসা সমর্থিত এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার (২৮ জুন) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ধর্মজয় ত্রিপুরা বোয়ালখালী ইউনিয়নের বব্রুবাহন হেডম্যানপাড়া গ্রামের সুখীচরণ ত্রিপুরার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ধর্মজয় ত্রিপুরা বাড়ি থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় দৌড়ে পালানোর সময় তিনি গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল দুর্গম এলাকা। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের হামলায় ধর্মজয় ত্রিপুরা নিহত হয়েছেন।
খবর২৪ঘন্টা/নই