খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্যার (মির্জা ফখরুল) হঠাৎ অসুস্থ বোধ করায় সকালে তাকে হাসপাতালে এনেছি। আশা করছি শিগগিরই তিনি সুস্থ হবেন।’
ইউনাইটেড হাসপাতালের ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে ফখরুল চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল মির্জা ফখরুলের। তার পরিবর্তে সেখানে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
খবর২৪ঘণ্টা.কম/রখ