খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার রাতে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
আগুন লাগার কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, দায়বদ্ধতা ও ব্যর্থতা থাকলে তদন্তে তা তুলে ধরা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে তদন্ত কমিটিকে। তদন্ত কমিটির সদস্যদের নাম জানা যায়নি।
বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে এসি বিস্ফোরণে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই করোনা ইউনিটে চিকিৎসাধীন পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খোদেজা বেগম (৭০) এবং রিয়াজ উল আলম (৪৫)। পাঁচজনই করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে লাইফ সাপোর্টে ছিলেন।
খবর২৪ঘন্টা/নই