1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইউক্রেনের সঙ্গে আলোচনায় পুতিনের সম্মতি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

ইউক্রেনের সঙ্গে আলোচনায় পুতিনের সম্মতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্ুয়ারী, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে বেলারুশের রাজধানী মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দ্বিতীয় দিনে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট মিনস্কে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য একটি ‘উচ্চ-পর্যায়ের’ প্রতিনিধি দল পাঠাতে ‘প্রস্তুত’। খবর এএফপির।

এর আগে শুক্রবার ইউক্রেন বলেছে, তারা শান্তি চায় এবং ন্যাটোর বিষয়ে নিরপেক্ষ অবস্থানসহ রাশিয়ার সঙ্গে কথা বলতে প্রস্তুত। এরপরই ইউক্রেনের সেনাবাহিনীর আত্মসমর্পণের শর্তে তাদের সঙ্গে একটি যোগাযোগ চ্যানেল খোলার তথ্য জানাল মস্কো।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক রয়টার্সকে বলেন, যদি আলোচনা সম্ভব হয়, তাহলে তা অনুষ্ঠিত হওয়া উচিত। যদি তারা মস্কোতে আলোচনা করতে চায়,এতে আমরা ভীত নই।

এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী যখন আত্মসমর্পণ করবে এবং অস্ত্র জমা দেবে তখন রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

রাশিয়া তার ছোট প্রতিবেশী দেশটিতে সামরিক হস্তক্ষেপের দ্বিতীয় দিন শুক্রবার এ কথা বলেন তিনি।

লাভরভ বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী আমাদের প্রস্তাবে সাড়া দিলেই আমরা যেকোনো মুহূর্তে আলোচনার জন্য প্রস্তুত। তাদেরকে প্রতিরোধ বন্ধ করতে হবে, অস্ত্র ফেলে দিতে হবে- কেউ তাদের নির্যাতন করবে না, কেউ তাদের নিপীড়ন করবে না।

আসুন আমাদের পরিবারে ফিরে যাই এবং ইউক্রেনীয় জনগণকে তাদের ভাগ্যের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে দিন বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই। হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৭ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে যুদ্ধবিরোধীরা।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST