1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইউএস বাংলার টিকিট কিনলে হোটেল ফ্রি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

ইউএস বাংলার টিকিট কিনলে হোটেল ফ্রি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে দিচ্ছে বিশেষ প্যাকেজ। এর মধ্যে বিভিন্ন রুটের টিকিটে নানা ছাড় রয়েছে। আবার টিকিটের সঙ্গে রয়েছে হোটেল ফ্রি।

বৃহস্পতিবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলার উদ্বোধন করেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। শেষ হবে শনিবার।

ইউএস বাংলার মার্কেটিং এক্সিকিউটিভ রকিবুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, সিঙ্গাপুর, মালেশিয়া ও ব্যাংককে দুটি টিকিট কিনলেই দুই রাতের জন্য ৩ তারকা হোটেল সুবিধা ফ্রি। এসব সুযোগ সুবিধা পেতে মেলাতেই টিকিট কিনতে হবে।

তিনি বলেন, ইউএস বাংলায় ব্যাংকক ভ্রমণ করলে টিকিটের ওপর ২৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। সিঙ্গাপুর বা মালেশিয়া ভ্রমণ করলে ২০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ এবং ঢাকা-কলকাতা রুটে দেয়া হচ্ছে ১০ শতাংশ ছাড়।

মেলায় ৪৮টি প্রতিষ্ঠান পাঁচটি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় প্রবেশ কুপনের ওপর গ্রান্ড র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেটসহ বিভিন্ন পুরস্কার।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST