খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ইউএনও ওয়াহিদার ওপর হামলার সঙ্গে যেই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, কী কারণে এমন ঘটনা ঘটলো, তা জানতে কিছুটা সময় লাগবে। পুলিশ ও র্যাব এ ঘটনায় যৌথভাবে কাজ করছে। সুশাসন প্রতিষ্ঠায় কাউকেই ছাড় দেয়া হবে না, সে যত বড় জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা হোক না কেন।
শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য নয়, পর্যায়ক্রমে মন্ত্রীদের বাসার নিরাপত্তায়ও আনসার ব্যাটালিয়ান কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
খবর২৪ঘন্টা/নই