খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কোথা গেল সাড়ে পাঁচশো কেজি গাঁজা ? প্রশ্ন করতেই মাথা চুলকে নিলেন পুলিশম কর্মকর্তা৷ কেউ বলে দিলেন-ওটা তো ইঁদুরে চুরি করে খেয়েছে!
এতেই বিতর্ক৷ প্রায় আধ টনের মতো গাঁজা খেলে ক্ষুদে প্রাণীগুলোর অবস্থা কী হবে? এই প্রশ্নের জবাব নেই৷
ঘটনা আর্জেন্টিনার৷ রাজধানী শহর বুয়েনস আয়ার্স পুলিশের বাজেয়াপ্ত করা ছ’হাজার কেজি গাঁজা থেকে অনেকটা হাফিস হয়ে গিয়েছে৷ তদন্তে উঠে এসেছে, অদ্ভুত তথ্য৷ প্রায় সাড়ে পাঁচশ কেজি গাঁজা নাকি খেয়ে নিয়েছে ইঁদুর দল৷ নতুন পুলিশ কমিশনারের দায়িত্বে আসা এমিলিও পরতেরোর সন্দেহ বাড়ল৷ তিনি তদন্ত শুরু করলেন৷
সব কিছুর খোঁজ খবর নিতে গিয়ে আবিষ্কার হল পূর্ববর্তী কমিশনারের আমলেই এই পরিমাণ গাঁজা হাফিস হয়েছে৷ কারণ তিনি পদ ছেড়ে যাওয়ার সময় কত পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত আছে সেই বিষয়ে কোনও চেকলিস্ট কি সামগ্রী জমা আছে সে বিষয়ে কাগজপত্রে সাক্ষর করেননি।
তদন্তের সময় কিছু পুলিশ অফিসার বললেন, গাঁজা খেয়ে নিয়েছে ইঁদুর দল৷ কিন্তু ইঁদুর কি গাঁজা খায়? তাও আবার সাড়ে পাঁচশো কেজি? বিষয়টি নিয়ে গবেষণা হল।
বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানালেন, ইঁদুর গাঁজাকে খাবার হিসেবে ভুল করবে সেটা সম্ভব নয়। যদি ভুল হয়েও থাকে সেক্ষেত্রে রাসায়নিক প্রতিক্রিয়ায় তারা মরে যেত৷ তাহলে বহু সংখ্যক ইঁদুরের মরে যাওয়ার বিষয় সামনে আসত৷ সেরকম কিছুই হয়নি৷ তাহলে কী হয়েছে ?
যে সব পুলিশ অফিসার গাঁজা চুরির জন্য ইঁদুরকে দায়ি করেছিলেন তাদের বরখাস্ত করা হয়েছে৷ বলা হয়েছে, ইঁদুরকে দোষী সাব্যস্ত করতে না পারলে জেলেও জেতে হতে পারে পুলিশ অফিসারদের।
খবর২৪ঘণ্টা.কম/রখ