নিজস্বপ্রতিবেদক :
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই প্রচার মিছিল করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর শহীদ কামারুজ্জামান চত্বর সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে নির্বাচনী প্রচার মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা। প্রচার মিছিলে অংশ নেন মেয়র প্রার্থী লিটন।
মিছিলটি নিউ মার্কেটের সামনে দিয়ে অলকার মোড় হয়ে জিরোপয়েন্টের পাশ দিয়ে সোনাদীঘীর মোড়, মনিচত্বর হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। এ সময় মহানগর কমান্ডার মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ডেপুটি কামান্ডার রবিউল ইসলাম, সাবেক কমান্ডার সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জেলা কমান্ডার শাহাবুল মাস্টার, অ্যাডভোকেট মতিউর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
খবর ২৪ঘণ্টা/এমকে