1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আয়োজনস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ, বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকার ২০০ গজের মধ্যে সভা, সমাবেশ, মিছিল কিংবা দুইজনের বেশি মানুষ একত্রিত না হতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার একই সময়ে ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে দুটি সংগঠন সভা ডেকেছে। এতে এলাকাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং মানুষের জীবন ও সম্পদহানির আশঙ্কা রয়েছে। তাই সমাবেশস্থল ও তার আশেপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ফৌজদারি কার্যবিধি মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ১৪৪ ধারা ঘোষিত এলাকায় লাঠিসোটা বা আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো অবৈধ সরঞ্জামাদি বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।’

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST