নিজস্ব প্রতিবেদক : আয়কর দিবস-২০১৯ উপলক্ষে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কর ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কর ভবনের সামনে গিয়ে শেষ গয়। র্যালিতে গার্লস গাইড, স্কাউটস সদস্য, আনসার সদস্য ও কাস্টম্স এর ইউনিফর্মধারী সদস্যগণ র্যালিতে অংশগ্রহণ করেন। সাদা কবুতর, বেলুন ও ফেসটুন উড়িয়ে আয়কর দিবস-২০১৯ এর উদ্বোধন করেন, কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার ড. খন্দকার মো: ফেরদৌস আলম। উদ্বোধনী
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কর কমিশনার (কর আপিল অঞ্চল) মো: মাসুদ, যুগ্ম কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার জাফর ইমাম, যুগ্ম কর কমিশনার মানস কুমার বর্মন, আয়কর আইনজীবী সমিতির সভাপতি মোজাহারুল হক বকুল প্রমুখ। করদাতাদের সুবিধার্থে ১ ডিসেম্বর সংশ্লিষ্ট কর সার্কেলগুলোতে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে।
আর/এস